রাত ৯টা ৪০ মি, ঈদের ৩য় দিন, বাংলাভিশন

জুয়েল আইচ-এর অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান

জুয়েল আইচের যাদুর বাঁশি

উপস্থাপনা: তানিয়া হোসাইন

জনপ্রিয় জাদুশিল্পী জুয়েল আইচ-এর অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘জুয়েল আইচের যাদুর বাঁশি’ প্রচার হবে বাংলাভিশনে। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানিয়া হোসাইন।

অনুষ্ঠানে জুয়েল আইচ কথা বলেছেন জাদুশিল্পে নানা অভিজ্ঞতা নিয়ে। এছাড়া আরও বলেছেন ব্যাক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা।

‘জুয়েল আইচের যাদুর বাঁশি’ প্রচার হবে ঈদের ৩য় দিন, ২৭ সেপ্টেম্বর রাত ৯টা ৪০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রেহেনা রাহা।

২৮ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›