রাত ৯টা, ঈদের দিন, এসএ টিভি
একক নাটক: ছায়াসত্তা
রচনা: শাহ্ মো: নাঈমূল করিম
পরিচালনা: সহিদ-উন-নবী
অভিনয়: রিয়াজ, সাচ্চু, সোনিয়া
ঘরে একটি সাদা চাদরে মোড়া লাশ রাখা। লাশটি একটি শিশুর। মাফিয়া চক্রের একজন ডন শিশুটিকে খুন করেছে। কক্সবাজারে বেড়াতে গেলে ডনের পিছু নেয় একজন হাবাগোবা ধরনের লোক। ভাব জমে এই হাবাগোবা লোকটির সাথে ডনের। কিন্ত ডনের রুমে একদিন পিস্তল দেখে ভয় পায় লোকটি। কয়েকদিন পর হঠা’ৎ ডন তার রুমে একটি ছায়া দেখে,ছায়াটি ধিরেধিওে স্পষ্ট হয়। এটা অন্য কেউ নয় সেই হাবাগোবা লোকটি। যার পরনে পুলিশের পোশাক। এই পুলিশ অফিসার মৃত শিশুটির বাবা।