বিকাল ৩টা, ঈদের ৪র্থ দিন, এসএ টিভি
বিশেষ টেলিফিল্ম: গোলমেলে
রচনা: বদরুল আনাম সৌদ
পরিচালনা: নাহিদ আহমেদ পিয়াল
অভিনয়: রাইসুল ইসলাম আসাদ, প্রীতি
স্ত্রী টিয়া মারা যাবার পর থেকেই মোজাফ্ফর সাহেব এর সংশারে সে আর ছেলে ছাড়া কেউ নেই। এই ক’দিন ধরে মোজাফ্ফর সাহেব ছেলের উপর খুবই বিরক্ত। ছেলে চন্দন চায় মিউজিশিয়ান হতে আর মোজাফ্ফর সাহেব মনে করেন মিউজিক শখ হতে পারে পেশা নয়। এ নিয়েই চলে বাবা ছেলের দ্বন্দ।
হঠাৎ একদিন এক লেসফিতাওয়ালির সাথে দেখা হয় চন্দনের। যিনি দেখতে হুবহু চন্দনের মায়ের মত। চন্দন মনেমনে বুদ্ধি আটে একে মা সাজিয়ে বাড়ি নিয়ে যাবার। ঘটনা চক্রে এই লেসফিতাওয়ালির সাথে দেখা হয় চন্দনের বাবারও। তিনিও অন্য এক বুদ্ধি আটেন একে নিয়ে।