রাত ৯টা, ঈদের ৪র্থ দিন, এসএ টিভি

একক নাটক ‘তোমার আমার বিয়ে’

পরিচালনা: সিহাব শাহীন
অভিনয়: সজল, সারলিন

রাইসাকে শেষ পর্যন্ত পালিয়েই বিয়ে করার সিদ্ধান্ত নিতে হলো। রিফাত মিডিয়াতে কাজ করে বলে রাইসার বাবা সম্পর্কটা মেনে নিতে পারলেন না। কিন্তু অবাক ব্যাপার হলো কাজী অফিসে গিয়ে কোন ভাবেই কবুল বলতে পারলো না রাইসা। বাবার প্রিয় মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠায় কবুল না বলেই বাড়ি ফিরে এলো রাইসা। জেরারা মুখে সব কথা খুলে বললো মাকে। মা গিয়ে বাবাকে বলে, তোমার মেয়ে আজ পালিয়ে বিয়ে করতে গিয়েছিল, কিন্ত তোমার কথা ভেবে করেনি। এই ঘটনা রাইসার বাবাকে ভাবিয়ে তোলে। এবার তিনি তৎপর হন রিফাতের ব্যাপারে।

২৮ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›