বিকাল ৩টা, ঈদের ৫ম দিন, এসএ টিভি

বিশেষ টেলিফিল্ম: ছুটি

রচনা : বদরুল আনাম সৌদ
পরিচালনা : সকাল আহমেদ
অভিনয় : শম্পা রেজা, রিয়াজ

ছোট্ট ছিমছাম একটি রিসোর্টে সুমন ও ওর স্ত্রী রাকা ৩ দিনের ছুটি কাটাতে গিয়েছে। ওখানে গিয়েই পরিচয় হয় কায়সার সাহেব ও তার স্ত্রী বীনার সাথে । খুব হাসিখুশি দম্পতি। এদের সাথে সুমন ও রাকার ভালই সময় কাটে । বিপত্তি ঘটে রাতে যখন এদের মধ্যে ঝগড়া লাগে। ঝগড়ার অবস্থা এমনই যে এদের মধ্যে ডিভোর্স হওয়ার উপক্রম। বাধ্য হয়ে রাকা রাত কাটায় বীনাকে নিয়ে আর সুমন কায়সার সাহেবের সাথে। পরদিন সকালে সব ঠিকঠাক।রাতে আবার একই ঘটনা। এ রাতও একই ভাবে কাটে। সকালে আবার সব ঠিক। চার জন ঘুরে বেরাচ্ছে ,মজা করছে,এরই মধ্যে হঠাৎ একটি ফোন আসে বীনার কাছে।

২৯ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›