বিকাল ৩টা, ঈদের ৬ষ্ঠ দিন, এসএ টিভি

বিশেষ টেলিফিল্ম: চরিত্রটি কাল্পনিক

রচনা: বদরুল আনাম সৌদ
পরিচালনা: মোন্তাসির রিপন
অভিনয়: তারিক আনাম খান, তারিন

আরাফাত সাহেব পেশায় শিক্ষক। দীর্ঘকাল কুমার থাকার পর গত বছরই বিয়ে করেছেন। আরাফাত সাহেব ৫৫ বছর বয়সেই রিটায়ারমেন্টে চলে আসাতে অনেকে মজা করে বলেন নতুন বউকে সময় দেবার জন্যেই নাকি তিনি রিটায়ারমেন্টে এসেছেন।


মূলত তার কিছু লেখা অর্থাৎ কিছু উপন্যাস শেষ করার জন্যেই তিনি এত তারাতারি রিটায়ারমেন্টে এসেছেন। প্রতি রাতে তার স্ত্রী কনা ঘুমানোর পরই তিনি লিখতে বসেন। এক রাতে ঘটে অদ্ভুদ এক ঘটনা। আরাফাত সাহেবের সামনে চলে আসে তার লেখার কাল্পনিক সেই চরিত্র। তিনি এটাকে ভ্রম মনে করলেও এই চরিত্রটি বারবারই আসতে থাকে । এমকি আরাফাত সাহেব যা যা করেন চরিত্রটি তাইতাই করেন। আরাফাত সাহেব কণাকে সব খুলে বললে কনা বলে সে তো কিছ্ইু দেখতে পাচ্ছে না। মূলতঃ এই চরিত্রটি কনার প্রেমিক।

৩০ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›