দুপুর ২টা ৩০ মি, ঈদের দিন, এনটিভি

বিশেষ টেলিফিল্ম: পেন্ডুলাম

রচনা: সোমেশ্বর অলি
পরিচালনা: মাহবুব নীল
অভিনয়: আফরান নিশো, প্রভা, তানজিন তিশা, পিয়া বিপাশা, টয়া, মুনিরা মিঠু

তিন বছর সন্ন্যাসব্রত কাটানোর পর অনেকটা আয়োজন করেই যেন সাবেক প্রেমিকারা ফিরতে শুরু করেছে রোদের জীবনে। প্রথম প্রেমের ব্রেকআপ করেছিল প্রেমিকা নিজেই। বিচ্ছেদ সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিল রোদ। রোদকে আত্মহত্যার পথ থেকে উদ্ধার করে নিজেই প্রেমে পড়ে অবন্তী। একসময় দু’জনই উপলব্ধি করল এ সম্ভব নয়। এবারও ব্রেকআপ। একা থাকতে থাকতে রোদের মনেহলো এবার সে এমন একটা প্রেম করবে যাকে সে বিয়ে করবে। বিন্তী নামের এক মেয়েকে সে আবিষ্কার করল বন্ধুর জন্মদিনের পার্টিতে। কিছুদিন চলল সেই প্রেম। একদিন হুট করে বিদেশে পাড়ি জমায় বিন্তী। আবার একা হয়ে পড়ল রোদ।

২৫ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›