রাত ৯টা ৫ মি, ঈদের দিন, এন টিভি

বিশেষ সঙ্গীতানুষ্ঠান

হুমায়ূন আহমেদের গানে যুগলবন্দী

ঈদ-উল-আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের প্রচারিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘হুমায়ূন আহমেদের গানে যুগলবন্দী’। আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফারাহ শারমিন। এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন অভিনয় ও সঙ্গীত শিল্পী শাওন আহমেদ ও শিল্পী, সরকার এস.আই. টুটুল। হুমায়ূন আহমেদ অসংখ্য গান রচনা করেছেন। এ সব গান ব্যবহার করা হয়েছে তাঁরই বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে। তাঁর রচিত জনপ্রিয় সেই সব গান দিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

২৫ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›