রাত ৮টা ৫ মি, ঈদের ২য় দিন, এন টিভি
বিশেষ নাটক: তুমি আমাকে বলোনি
রচনা: মারুফ রেহমান
পরিচালনা: মাহফুজ আহমেদ
অভিনয়: নোবেল, অপি করিম, মাহফুজ আহমেদ, নাজিরা আহমেদ মৌ
সোহেল ও অহনার সদ্য বিয়ে হয়েছে। একে অন্যের কাছে প্রতীজ্ঞা করে যে কেউ কারো কাছে কোন কথা লুকাবে না। সোহেল জানায়, বিয়ের আগে তার অন্য এক মেয়ের সাথে প্রেম ছিল। কিন্তু এখন সে অহনাকে ছাড়া আর কিছু ভাবে না। এই কথা শুনে অহনা এরপর থেকে সব কাজেই সোহেলকে প্রশ্ন করতে থাকে। একদিন অহনা হঠাৎ করে জানতে পারে, সোহেল সত্যিই তাকে একটি বিষয়ে বলেনি। যে বিষয়টি অহনার চেনা পৃথিবীকে একদমই অচেনা করে দেয়।