রাত ৮টা ৫ মি, ঈদের ৩য় দিন, এন টিভি

বিশেষ নাটক: বুবুনের বাসর রাত

রচনা ও পরিচালনা: অনিমেষ আইচ
অভিনয়: সাজু খাদেম, ভাবনা, সাবিলা নূর, এ্যালেন শুভ্র, ফারহানা মিঠু, ফারুক আহমেদ

ঈদ-উল-আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বুবুনের বাসর রাত’। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- সাজু খাদেম, ভাবনা, সাবিলা নূর, এ্যালেন শুভ্র, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমূখ। নিতু নামের এক মেয়ের বাসর রাতের গল্প নিয়েই নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে।

 

২৭ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›