রাত ২টা ৩০ মি, ঈদের ৪র্থ দিন, এন টিভি
বিশেষ টেলিফিল্ম: মৌরানি
রচনা: আনিসুল হক
পরিচালনা: আবু রায়হান জুয়েল
অভিনয়: রিয়াজ, তিশা, মৌসুমী হামিদ, ড. ইনামুল হক, আজাদ আবুল কালাম, মাজনুন মিজান
ফয়সাল রাজিব একজন কবি, পাশাপাশি একটি দৈনিক পত্রিকার বিনোদন সম্পাদক। অফিস এবং কবি কর্ম থেকে দু’দিনের ছুটি নিয়ে গর্ভবতী স্ত্রী শিলুকে নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে এসেছে ফয়সাল রাজিব। শিলুকে নিয়ে এই প্রথম ফয়সালের গ্রামের আসা। তাই গ্রামের রেল স্টেশন, ফয়সালের ছোট বেলার স্কুলের সব স্মৃতিময় জাযগাগুলো ঘুরে ঘুরে শিলুকে দেখাচ্ছে ফয়সাল। তারই ধারাবাহিকতায় ফয়সালের স্কুলের সহপাঠি রূপার প্রসঙ্গ চলে আসে। শিলু ফয়সালকে জিজ্ঞাসা করে, রূপা এখন কোথায়? রূপাকে আবার নতুন করে খুঁজতে শুরু করে ফয়সাল।