বিকাল ৫টা ২০ মি, ঈদের ৪র্থ দিন, এন টিভি
বিশেষ সঙ্গীতানুষ্ঠান: সেইসব গান
অংশগ্রহণে: অনুপমা মুক্তি, অপু, প্রিয়াংকা গোপ, আতিক হাসান ও মুহিন
ঈদ-উল-আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের চতুর্থ দিন প্রচারিত হবে ৩ পর্বের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সেইসব গান’ এর প্রথম পর্ব। বিভিন্ন সময়ে বাংলাদেশর জনপ্রিয় ১৩ জন প্রয়াত সঙ্গীতশিল্পীর জনপ্রিয় মোট ২৬টি গান দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রতি পর্বে একজন শিল্পী ২টি করে গান পরিবেশন করবেন। আজ অনুষ্ঠানের প্রথম পর্বে সঙ্গীত পরিবেশন করেছেন শিল্পী অনুপমা মুক্তি, অপু, প্রিয়াংকা গোপ, আতিক হাসান ও মুহিন। হুমায়ূন ফরিদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মুনমুন।