বিকাল ৫টা ৩০ মি, ঈদের ২য় দিন, আর টিভি
ড্যান্সিং মাহি
মাহিয়া মাহি। অল্প সময়েই বাংলা সিনেমায় নিজের যোগ্যতা দিয়ে দর্শকের মনে স্থান করে নিয়েছেন। ব্যস্ত আছেন অনেকগুলো বিগ বাজেটের সিনেমার কাজ নিয়ে । এত ব্যস্ততার মধ্যেও তিনি প্রথমবারের মত আরটিভি’র জন্য একক নাচের অনুষ্ঠান করলেন। ‘ড্যান্সিং মাহি’ নামের এ অনুষ্ঠানটি প্রচার হবে আরটিভিতে ঈদের দ্বিতীয় ঈদ বিকেলে ৫টা ৩০ মিনিটে।