রাত ৯টা ২০ মি, ঈদের ৫ম দিন, আর টিভি
একক নাটক: বোকা খোকা
রচনা: জাকির হোসেন উজ্জ্বল
পরিচালনা: শামীম জামান
অভিনয়: মোশাররফ করিম, প্রভা, শামীম জামান
জাকির হোসেন উজ্জ্বল-এর রচনা ও শামীম জামানের পরিচালনায় আরটিভিভিতে ঈদের পঞ্চম দিন রাত ৯ টা ২০মিনিটে প্রচার হবে নাটক বোকা খোকা। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, প্রভা, শামীম জামান প্রমূখ।