রাত ৮টা ৩০মি, ঈদের দিন, একুশে টিভি
সঙ্গীত আড্ডা ‘রিকলিং টিউনস’
অংশগ্রহণে: কানিজ সুবর্ণা, কনা এবং এলিটা
এবারের ঈদ-উল-আজহা উপলক্ষে একুশে টেলিভিশনে প্রচার হবে দুই পর্বের বিশেষ সঙ্গীত বিষয়ক আড্ডা ‘রিকলিং টিউনস্।’ সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা আড্ডার মাঝে নিজের জীবনের প্রথম গাওয়া গান, পছন্দের শিল্পীর গান গাইবেন অনুষ্ঠানটিতে। আজকের পর্র্বে অতিথি হিসেবে থাকবেন কানিজ সুবর্ণা, কনা এবং এলিটা। আলতাফের উপস্থাপনায় এবং দূরের প্রযোজনায় ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৩০মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।