রাত ১২টা ১০ মি, ঈদের দিন, একুশে টিভি
ফোন লাইভ কনসার্টে মামুন জাহিদ ও অনুপমা মুক্তি
প্রতি বছরের মত এবারের ঈদ-উল-আজহায়ও একুশে টেলিভিশনের অনুষ্ঠানমালায় প্রচার হবে ‘ফোন লাইভ স্টুডিও কনসাটর্'’। এবারের ‘ফোন লাইভ স্টুডিও কনসাটের্’ দর্শকদের কিছুটা ভিন্ন পরিবেশনা উপহার দেবার জন্য এপার বাংলা ওপার বাংালার জনপ্রিয় শিল্পীদের গানদিয়ে সাজানো হয়েছে। এ উপলক্ষে আজ ঈদেরদিন সুবীর নন্দী এবং লতা মঙ্গেশকরের জনপ্রিয় সব গান পরিবেশ করবেন মামুন জাহিদ এবং অনুপমা মুক্তি। মাসুমা সর্মীর উপস্থাপনায় ঈদের দিনে থেকে ঈদের ষষ্ঠদিন পর্যন্ত প্রতিদিন রাত ১২টা ১০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।