রাত ১২টা ১০ মি, ঈদের ২য় দিন, একুশে টিভি
ফোন লাইভ কনসার্টে মিমি এবং সুজন আরিফ
প্রতি বছরের মত এবারের ঈদ-উল-আজহায়ও একুশে টেলিভিশনের অনুষ্ঠানমালায় প্রচারিত হবে ‘ফোন লাইভ স্টুডিও কনসার্ট’। এবারের ‘ফোন লাইভ স্টুডিও কনসাটের্’ দর্শকদের কিছুটা ভিন্ন পরিবেশনা উপহার দেবার জন্য এপার বাংলা ওপার বাংালার জনপ্রিয় শিল্পীদের গানদিয়ে সাজানো হয়েছে। এ উপলক্ষে আজ ঈদের দ্বিতীয়দিন এ্যান্ড্রু কিশোর এবং আশা ভোসলের জনপ্রিয় সব গান পরিবেশ করবেন মিমি এবং সুজন আরিফ। মাসুমা সর্মীর উপস্থাপনায় ঈদের দিনে থেকে ঈদের ষষ্ঠদিন পর্যন্ত প্রতিদিন রাত ১২টা ১০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি ।