রাত ৮টা ৩০মি, ঈদের ৫ম দিন, একুশে

‘স্বপ্ন দিনের গান’-এ মিমি

এবারের ঈদ-উল-আজহা উপলক্ষে একুশে টেলিভিশনে প্রচার হবে চার পর্বের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘স্বপ্ন দিনের গান’। দুই বাংলার কিংবদন্তিতুল্য শিল্পীদের গানে কন্ঠ দিবেন জনপ্রিয় শিল্পীরা। প্রতিদিন একজন করে শিল্পী এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় পুরানো দিনের গানে কন্ঠদিবেন। এ উপলক্ষে আজ ‘স্বপন্ দিনের গান’ অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় কন্ঠশিল্পী মিমি। ঈদের তৃতীয়দিন থেকে ঈদের ষর্ষ্ঠদিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ৩০মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।

২৯ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›