সকাল ১০টা ৩০ মি, ঈদের ২য় দিন, চ্যানেল আই

টিভির পর্দায় চলচ্চিত্র ‘জিরো ডিগ্রী’

পরিচালনা: অনিমেষ আইচ
অভিনয়: মাহফুজ আহমেদ, জয়া আহসান, ইয়াসমিন রুহী, তারিক আনাম খান

 

ছেলে অর্ককে নিয়ে সুখের সংসার অমিত ও নীরার। হঠাৎ একদিন অফিসের কাজে বিদেশে গিয়ে নীরা আর ফিরে আসে না। অমিতকে জানিয়ে দেয় যে সে সেখানে মুশফিক নামের এক রকস্টারকে বিয়ে করেছে। এদিকে সড়ক দুর্ঘটনায় তাদের সন্তান অর্ক নিহত হয়। সবকিছু মিলিয়ে অমিতের জীবনে নেমে আসে এক বিপর্যয়। প্রচণ্ড মানসিক চাপে সে পাগল হয়ে যায়।

পাগলা গারদে অমিতের সাথে পরিচয় হয় সোনিয়ার। গ্রামের প্রভাবশালী নারীলোলুপ এক ব্যক্তির হাত থেকে বাঁচাতে সোনিয়াকে তার মা কিছু টাকা দিয়ে শহরে পাঠিয়ে দেয়। শহরে এসে সে নারীপাচারকারীর পাল্লায় পড়ে ধর্ষিত হয়। এরপর মানসিক ভারসাম্য হারিয়ে পাগলাগারদে ভর্তি হয় সোনিয়া।


অমিত এবং সোনিয়া এখন যার যার ব্যক্তিগত প্রতিশোধ নিতে তৎপর হয়ে উঠে। সুস্থ হয়ে তারা নেমে পড়বে যার যার অভিযানে। এভাবেই এগিয়ে যায় চলচ্চিত্র ‘জিরো ডিগ্রী’র গল্প।

অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রী’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মাহফুজ আহমেদ। চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন অনিমেষ আইচ। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, ইয়াসমিন রুহী, তারিক আনাম খান ২০১৪ সালের এপ্রিলে চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ শেষ হয় এবং ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে দেশব্যাপী। টিভির পর্দায় সিনেমাটি প্রথম বারের মতো প্রচারিত হতে যাচ্ছে।
সাতদিন/এমজেড

২৬ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›