সকাল ১০টা ৩০ মি, ঈদের ৩য় দিন, চ্যানেল আই

চলচ্চিত্র ‘কমন জেন্ডার’-এর টিভি প্রিমিয়ার

পরিচালনা: নোমান রবিন
অভিনয়: সোহেল খান, হাসান মাসুদ, রোজী সিদ্দিকী, ডলি জহুর, শহীদুল আলম সাচ্চু


উভলিঙ্গ, বৃহন্নলা, শিখণ্ডী বা হিজড়া সম্প্রদায়ের জীবনযাত্রা, প্রেম-ভালোবাসা আর আনন্দ-বেদনার নানা তথ্য বিনোদনের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতেই এই চলচ্চিত্র। এটি নির্মাণ করা হয়েছে কিছুটা বাণিজ্যিক ছবির ধাছে। একটি আইটেম গান সহ মোট ছয়টি গান রয়েছে চলচ্চিত্রে। এছাড়া চলচ্চিত্রের গল্পের প্রয়োজনে প্রায় শতাধিক থিয়েটার কর্মী নিয়ে কাজ করা হয়ছে। চলচ্চিত্রটি প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় প্রদর্শিত হবে।

সাতদিন/এমজেড

২৭ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›