দুপুর ২টা ৩০ মি, ঈদের ২য় দিন, চ্যানেল আই

টেলিছবি ‘বাতাসের মানুষ’

রচনা: ফিদিয়া কামালের
পরিচালনা মাহফুজ আহমেদ
অভিনয়: মাহফুজ আহমেদ, শবনম ফারিয়া, আরফান নিশো

২০০৯ সাল। ফায়সাল মাত্রই গ্রাজুয়েট করে বের হলো বিশ্ববিদ্যালয় থেকে। ব্যান্ডসঙ্গীতের সাথে যুক্ত ফয়সাল বহুদিন ধরে। গান ওর জীবন। ফয়সালের ছয় বছর যাবত প্রেম রয়েছে নীশার সাথে। নীশা কে সে অনেক ভালোবাসে। কিন্তু তার জীবনের সবকিছু পাল্টে যায় তখন নীশা তাকে প্রতারণা করে। নীশা ফয়সালের সব থেকে ঘনিষ্ঠ বন্ধুকে বিয়ে করে ফেলে।

একদিন রাতে ফয়সাল বাসায় এসে জ্বালিয়ে দেয় তার সব গানের যন্ত্র, তার সিডি, তার শখের গিটার। ভেঙে ফেলে বাবার দেওয়া ড্রামস সেট। সে নিজেকে মুক্ত করে দিল পৃথিবীল সবমোহ থেকে। এক অপার্থিক মোহের পেছনে ছুটে চলা।

২৬ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›