দুপুর ২টা ৩৫ মি, ঈদের ৫ম দিন, চ্যানেল আই
টেলিছবি: ভালোবাসার ২০ বছর
রচনা: গোলাম রাব্বানী
পরিচালনা: ইউসুফ চৌধুরী
অভিনয়: মৌসুমী, ওমর সানী, তানভীর, শাহনেওয়াজ রিপন
মৌসুমী-ওমর সানী চলচ্চিত্রের আলোচিত ও সফল জুটি। এরপর বিয়ে। দাম্পত্ত জীবনেও সুখে রয়েছেন তারা। সম্প্রতি তাদের দাম্পত্য জীবনের ২০ বছর পূর্ণ হয়েছে। আর এই দীর্ঘ দাম্পত্য জীবনকে ভিত্তি করেই এ টেলিফিল্মটির গল্প তৈরী হয়েছে। তাদেও ভালোবাসার ২০ বছরের নানা ঘটনা টেলিছবিটিতে উঠে এসেছে। এ টেলিছবিতে মৌসুমীকে দেখা যাবে একজন চিত্রশিল্পী হিসেবে। আর ওমর সানীকে দেখা যাবে একজন বড় ব্যবসায়ী সিহেবে। সারাক্ষণ বিজনেস নিয়ে পড়ে থাকেন তিনি। আর মৌসুমী ছবি এঁকে সময় পার করেন। এমন সময় মৌসুমীর এক কাজিন বিদেশ থেকে দেশে আসে। সে শুধু মৌসুমীর কাজিনই নয়, সে তার ভালো বন্ধুও। মৌসুমীর এই কাজিন আসার পরেই ঘটে নানা ঘটনা।