বিকাল ৪টা ৩০ মি, ঈদের ৫ম দিন, চ্যানেল আই
টেলিছবি: হাঙ্গাঁমা
রচনা ও পরিচালনা: আরিফ রহমান
অভিনয়: মাহফুজ আহমেদ, ইভানা, মিথিলা
আমরা সবাই ভবিষ্যৎ জানতে চাই। আক্ষেপ, ইশ যদি জানতে পারতাম, এক দিন পরে কি হবে, একমাস পরে কি হবে, এক বছর পর কি হবে...!! যদি জানতে পারতাম তাহলে সেভাবেই জীবনটা সাজাতাম। প্রজেক্ট ফিউচার এরকম পাঁচ ছয় বন্ধুর ভবিষ্যৎ ও বর্তমান জীবনের গল্প। নাতাশা, শিমুল, ইরিনা, কিশান ও আয়াত বন্ধু। সবাই যার যার পরিবারের সাথে থাকে। তাদের সবার ইঞ্জিনিয়ারিং শেষের পথে। থিসিস চলছে। তাদের থিসিস টাইম মেশিনের উপর। থিসিস করতে করতে একসময় একটা টাইম মেশিন আবিষ্কার করে ফেলে তারা। তাদের এই টাইম মেশিন হাইড্রোজেন গ্যাসের মাধ্যমে চলে। টাইম মেশিনে করে চলে যায় ৪-৫ বছরের ভবিষ্যতে। ভবিষ্যতে যাওয়ার সুযোগ পেয়ে জীবন নিয়ে বাজি খেলতে শুরু করে তারা। যেমন ভবিষ্যতে গিয়ে জয়ী লটারির নাম্বার জেনে বর্তমানে এসে সেই নাম্বারের টিকিট ক্রয় লটারি জিতে টাকা পয়সার মালিক হওয়া, আশেপাশের অন্যান্য মানুষের ভবিষ্যৎ জেনে তাদের জীবন নিযে বাজি খেলা ইত্যাদি ইত্যাদি। ভবিষ্যতে গিয়ে তারা দেখে আসে তাদের হাজবেন্ড/ওয়াইফ কে, তারপর বর্তমানে এসে দেখে সেই ভবিষ্যত হাজবেন্ড/ওয়াইফ অন্য কারো সাথে প্রেম করছেÑ গিয়ে যা ইচ্ছে তাই ফাপর মারে ভবিষ্যত হাজবেন্ড/ওয়াইফকে এই ধরনের আরো অনেক কিছু। এরকমভাবে চলতে থাকে ভবিষ্যৎ ও বর্তমান জীবনের কিছু খেলা। এভাবে কোনো একবার ভবিষ্যতে যাওয়ার পর টাইম মেশিনের হাইড্রোজেন গ্যাস শেষ হয়ে যায়। এদিকে তারা ভবিষ্যতে দেখতে পায় তাদের যেকোনো একজনের বাবা গাড়ি এক্সিডেন্ট করেছে। গাড়ি এক্সিডেন্ট থেকে বাঁচাতে হলে তাদের ফিরে আসতে হবে বর্তমানে কিন্তু কীভাবে ফিরে আসবে তাদের টাইম মেশিন অকার্যকার হয়ে পড়ে আছে... তাহলে তারা কি করবে এখন...?