রাত ৭টা ৪৫ মি, ঈদের ৫ম দিন, দেশ টিভি
বিশেষ নাটক: সোনায় সোহাগা
রচনা: ইউসুফ আলী খোকন
পরিচালনা: রুমান রুনি
অভিনয়: সজল, মেহজাবিন, ডা: এজাজ
তামিম ছোট বেলায় তার বড় বোন এর হাতে একটা কানের নিচে চড় খেয়ে অনেক বছর ধরে কানে শোনেনা। এখন তাকে কানে শুনতে হয় মেশিন দিয়ে। অন্য দিকে খুব সুন্দর শান্তা, কোন এলাকায় ২ মাসও থাকতে পারেনা। এবার শান্তা বাসা ভাড়া নেয় তামিমদের পাশের ফ্ল্যাটে। ঘটে বিপত্তি। তামিমের বোন শান্তার পেছনে লাগে তামিমের সাথে বিয়ে দিবে। শান্তা তোতলা। ঠিক মত কথা বলতে পারেনা। তামিমের বোন ও দুলাভাই হিসাব মিলায় দুয়ে দুয়ে যেন চার হয়। একটা সময় তামিম তার বোন ও দুলাভাই এর কথা মতন শান্তার পিছনে লাগে। শান্তা তামিমের কানের নিচে চড় দেয়। তামিম কানে শুনতে পায়। এই বার শান্তার কি হবে তামিম তো ভালো হয়ে গেছে। তখন শান্তা বলে সে তোতলা না, তোতলার অভিনয় করতে হয়েছে তাকে, কারন কোন এলাকায় শান্তা খুব সুন্দরী হওয়ায় ২ মাসও থাকতে পারেনা। এভাবে গল্প এগিয়ে যায়।