বিকাল ৫ টা ৩০ মি, ৩ অক্টোবর, এটিএন বাংলা
নৃত্যনাট্য ‘ইছামতির বাঁকে’
পরিবেশনা: আমরা ক’জন শিল্পী গোষ্ঠী, বগুড়া
পরিচালনা: রাসেল মাহমুদ।
এটিএন বাংলার পর্দায় দর্শকদের বিনোদনের চাহিদা পুরনের জন্য ব্যতিক্রমী সব অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। এ ধারাবাহিকতায় প্রচারিত হবে নৃত্যনাট্য ‘ইছামতির বাঁকে’। এটি রচনা করেছেন এম এ করিম। নৃত্যনাট্যটির নাচের অংশের নির্দেশনা দিয়েছেন বগুড়ার আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সভাপতি আব্দুস সামাদ খোকন ও নাটকের অংশটির নির্দেশনা দিয়েছেন আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক আব্দুল মোবিন জিন্নাহ। গত ২৯ আগস্ট বিএফডিসিস্থ এটিএন বাংলার স্টুডিওতে ‘নৃত্যনাট্য’টির ধারণ কাজ সম্পন্ন হয়। এতে ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র ৫০জন শিল্পী অংশগ্রহণ করেন। আজ থেকে প্রায় পাঁচ বছর আগে বগুড়ার টিটো মিলনায়তনে মঞ্চায়নের মধ্যদিয়ে এই নৃত্যনাট্যেও শুভ সূচনা হয়। আব্দুল মোবিন জিন্নাহ বলেন, ‘নৃত্যনাট্যটির শুটিং-এর সময় উপস্থিত সকলেই শিল্পীদের পারফম্যান্সের খুব প্রশংসা করেন। নির্দেশক হিসেবে আমি খুব তৃপ্ত। সবাই খুব আন্তরিকতা নিয়ে অংশগ্রহণ করেছেন। আশাকরি দর্শকের ভালোলাগবে।’
দর্শকের ভালোলাগার কথা চিন্তা করেই নিয়মিত অনুষ্ঠানমালার পাশপাশি ‘আমরা ক'’জন শিল্পীগোষ্ঠী'র ব্যতিক্রমী এই নৃত্যনাট্য এটিএন বাংলায় প্রচারের জন্য ধারণ করা হয়। নৃত্যনাট্যে গান গেয়েছেন কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক ও শাম্মী আখতার। সুর করেছেন কুটি মনসুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আমানুল হক।