রাত ১০টা ৪০মি, ঈদের দিন, এটিএন বাংলা

ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান

মন রাঙাবো গানে


বরাবরের মতো এ ঈদেও এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে জনপ্রিয় কন্ঠশিল্পী ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানের নাম ‘মন রাঙাবো গানে’। শিল্পী ইভা রহমানের মনের শহর, মন আমার, মনের মতো তুমি, মন জোনাকী, মনে আল্পনা এঁকেছি, মন তরী, মনের না বলা কথা এবং মন ভেসে যায় এ্যালবামের বাছাইকৃত গান নিয়ে তৈরি হয়েছে এ অনুষ্ঠান। অনুষ্ঠানের গানগুলো হলো উৎসবের দিন, তুমি পাশাপাশি চললে, মন আমার হারিয়েছে, থাকবো তোমারই পাশে, জীবনের পরে যদি, চলার পথে যেতে যেতে, ভালোলাগে কাশবনের, ধুম তা না না, কেনো ভালো বাসোনা, একটা কথাই, এতো কাছে আসতে নেই, ঝিকিমিকি ঝিকিমিকি, এই ছেলে, এই তুমি, এই মেঘলা দিনে এবং এক জীবনে। দেশে এবং দেশের বাইরের মনোরম স্থানগুলোতে চিত্রায়িত হয়েছে গানগুলো। ‘মন রাঙাবো গানে’ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন, রাত ১০টা ৪০মিনিটে এটিএন বাংলার পর্দায়।

২৫ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›