রাত ৮টা ৫০ মি, ঈদের ৩য় দিন, এটিএন বাংলা

নাটক ‘নীল নীরবতা’

রচনা: জোবেরা রহমান লীনু
পরিচালনা: দীপু হাজরা
অভিনয়: অপূর্ব, বাঁধন, অহনা, জাহিদ হোসেন শোভন


এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় ঈদের ৩য় তিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘নীল নীরবতা’। জোবেরা রহমান লীনু’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, বাঁধন, অহনা, জাহিদ হোসেন শোভন প্রমুখ।

নাটকের গল্প আবর্তিত হয়েছে এভাবে- অনিকেত একজন সফল ব্যবসায়ী। তার ধারনা জীবনের সব সুখ শান্তি সে টাকার বিনিময়ে কিনতে পারে। সে কারণে তার স্ত্রী মেঘদিবা অবশ্যই সুখী। তার আর কি লাগবে এমন তাচ্ছিল্যের কথা বার্তায় মেঘদিবা একটা সময় একাকীত্বে ভুগতে শুরু করে। সে অনিকেতের ভালোবাসা চায়, চায় তার সান্নিধ্য। কিন্তু অনিকেত তার ব্যবসা ছাড়া কিছুই বোঝেনা। আবার অনিকেত এর মাঝে আছে সন্দেহ প্রবনতার রোগ, যা মেঘদিবাকে আরও কষ্ট দেয়, দূরে সরিয়ে দেয়।

অন্যদিকে মুশফিক একজন স্মার্ট, সুদর্শন, রুচিবান সফল ব্যবসায়ী। সে ডাইরী লিখতে ভালোবাসে। ডায়রীতে তার এক কল্পনার নারী বাস করে। সে চায় তার স্ত্রী সুনিতা ডায়রীটা পড়–ক এবং তার মতো করে নিজেকে সাজাক। কিন্তু মুশফিকের স্ত্রী সুনিতা একেবারেই উল্টো, তার কল্পনার নারী থেকে। সুনিতার কাছে জীবনের অর্থ গাড়ী, বাড়ী, টাকা-পয়সা, গহনা, রুপসজ্জ্বা এগুলোর মধ্যেই সীমাবদ্ধ। সে জানে না মেঘ কেন ডাকে, বৃষ্টি কেন হয়। এগুলো তার কাছে কঠিন বিষয়। একদিন মুশফিকের নীল ডায়রীটা ঘটনাক্রমে মেঘদিবার হাতে এসে পৌঁছায়। শুরু হয় নতুন কাহিনী।

২৭ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›