সকাল ১১ টা ১০ মি, ২ অক্টোবর, এটিএন বাংলা
কবির বকুলের মুখোমুখি কুমার বিশ্বজিৎ
সঙ্গীতানুষ্ঠান ‘অনুভবে অভিমানে’
এটিএন বাংলায় আজ সকাল ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে সঙ্গীতানুষ্ঠান ‘অনুভবে অভিমানে’। এবার গীতিকার কবির বকুলের মুখোমুখি হচ্ছেন সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ। এবারই প্রথমবারের মতো একসঙ্গে কোন অনুষ্ঠানে মুখোমুখি হচ্ছেন তারা। অনুষ্ঠানের নাম ‘অনুভবে অভিমানে’। গান, আলাপন ও আড্ডা- এসবই হবে এ অনুষ্ঠানে। নিজের দীর্ঘ সংগীত জীবনে ঘটে যাওয়া, লুকিয়ে থাকা নানা কথা বলবেন কুমার বিশ্বজিৎ। আড্ডার বাইরেও অনুষ্ঠানে থাকবে কুমার বিশ্বজিৎের কন্ঠে চারটি গান। গানগুলো হলো- ‘ভালোবাসি ভালোবাসি তোমাকেই ভালোবাসি’, ‘আমার তুমি ছাড়া কেউ নেই আর’, ‘কিছুই নাকি দেইনি তোমায়’ এবং ‘বলো না তুমি ছাড়া’। কবির বকুলের উপস্থাপনা এবং বিলাস খানের প্রযোজনায় ‘অনুভবে অভিমানে’।