রাত ৮টা ৫০ মি, ঈদের ৫ম দিন, এটিএন বাংলা
নাটক ‘সবুজে জলোচ্ছ্বাস’
চিত্রনাট্য: মশিউল আলম
পরিচালনা: রেজাউল হক রাজারাজ
অভিনয়: চঞ্চল চৌধুরী, বিদ্যা সিনহা মীম
সুন্দর- সবুজ এই প্রকিতির মাঝে ঘটে যাওয়া কিছু জঘন্য কাহিনির প্রতিচ্ছবি সবুজে জলোচ্ছ্বাস। গল্পের কেন্দীয় চরিত্র দীপ্তি ও রফিক। গ্রাজুয়েশন শেষ করে নানা জায়গায় চাকরীর জন্য চেষ্টা করতে থাকা দীপ্তি ব্যর্থ হয়ে শেষমেষ সিধান্ত নেয় মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। দেখতে খুব সুন্দর হবার পরও কোন প্রকারের লিঙ্ক না থাকায় এখানেও ব্যর্থ হতে থাকলে এমন সময় এক বিজ্ঞাপনী সংস্থায় তাঁর সাক্ষাত হয় স্কিপ্ট রাইটার রফিকের সাথে । রফিকের পূর্ববর্তী গার্ল ফ্রেন্ডের নামও দীপ্তি থাকায় সে তাকে গাইড লাইন করে। একটা সময় দুজনের মধ্যে ভাল সম্পর্ক তৈরি হয়। নিজ সম্বল বলতে কিছু না থাকায় দীপ্তি তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, তাই এক পড়ন্ত বিকেলে রফিককে সে তাঁর সবুজ জীবনে হঠাৎ আসা রাক্ষসে জলোচ্ছ্বাসের কথা জানায়। রফিক বুঝতে পারেনা কি করবে, তবে দীপ্তিকে সাহায্যের জন্য সেও হাত বাড়ায়। এটিএন বাংলায় নাটকটি প্রচার হবে ঈদের পঞ্চমদিন, রাত ৮টা ৫০ মিনিটে। মশিউল আলমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেজাউল হক রাজারাজ। নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, বিদ্যা সিনহা মীম প্রমুখ।