রাত ১০ টা ৩০ মি, ঈদের দিন, মাছরাঙা টিভি

একক নাটক

চোখে রাখ চোখ

রচনা: মাতিয়া বানু শুকু
পরিচালনা: নুজহাত আলভী আহমেদ
অভিনয়: সজল, মেহজাবিন


সজল আর জাবিন দুই বন্ধু। সজলকে ভালোবাসে জাবিন। কিন্তু সজল জানায় তার পক্ষে জাবিনকে ভালোবাসা সম্ভব নয়। কারণ সে একজনকে ভালোবাসে। ছোট্ট বেলার সেই ভালোবাসা এখনো আঁকড়ে ধরে আছে তাকে। স্কুলে পড়ার সময় যে মেয়েটিকে সে ভালোবেসেছিলো বোরখা পরার কারণে তার চেহারাও সে কোনদিন দেখেনি। এরইমধ্যে মেয়েটি বিদেশে চলে গিয়েছিলো। কিন্তু যাবার আগে সজল তাকে বলেছিল, সে অপেক্ষা করবে। সেই থেকে দশ বছর পেরিয়ে গেছে। এখনো অপেক্ষায় আছে সজল। তবে বোরখা পরা সেই মেয়েটিই যে জাবিন সেটা বুঝতে পারেনি সজল- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘চোখে রাখ চোখ’।

 

২৫ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›