দুপুর ১২ টা ১০ মি, ঈদের ৩য় দিন, মাছরাঙা টিভি

টেলিফিল্ম

প্রজাপতি ভালোবাসা

রচনা: মেজবাহ উদ্দিন সুমন
পরিচালনা: রুবেল হোসেন
অভিনয়ে: নাঈম, মম, নাদিয়া নদী


রেল লাইনে দাঁড়িয়ে থাকা একটা বাচ্চা মেয়েকে বাঁচাতে গিয়ে পরিচয় হয় মম’র সাথে পরিচয় হয় নাঈমের। এরপর বহুদিন মনে মনে নাঈম খুঁজতে থাকে মমকে। প্রায় একবছর পর বড় ভাইয়ের বাংলোতে বন্ধুদের সাথে ঘুরতে যায় নাঈম। সেখানেই আবার দেখা হয় মম’র সাথে। কিন্তু ভাইয়ের মুখেই জানতে পারে মমকে তার বড় ভাই পছন্দ করে এবং বিয়ে করতে চায়। বাবাকে রাজি করানোর দায়িত্ব দেয় নাঈমকে। নাঈম বড় ভাইকে বলতে চায় তার ভালোবাসার কথা কিন্তু কিছুই বলতে পারে না। একদিন মম নাঈমকে জানায়, রেললাইনে পরিচয় হওয়া সেই ছেলেটি এখনো তার মনে গেঁথে আছে, কিন্তু ছেলেটির চেহারা মনে করতে পারে না সে- এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘প্রজাপতি ভালোবাসা’।

 

২৭ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›