সন্ধ্যা ৭টা ৪০ মি, ঈদের ৪র্থ দিন, মাছরাঙা টিভি
সংগীতানুষ্ঠান: মিউজিক ফিউশন
অংশগ্রহণে: বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস, এলিটা
প্রযোজনা: জেড আই ফয়সাল
গত ঈদ-উল ফিতরের মতো এবারের ঈদেও থাকছে বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস ও এলিটার মিউজিক ফিউশন। নিজেদের জনপ্রিয় বেশ কয়েকটি গানের পাশাপাশি রবীন্দ্রসংগীত, লালনগীতি ও হাসন রাজার গানের ফিউশন করেছেন তারা। বাপ্পা মজুমদার জানান, গতানুগতিকতার বাইরে একটু আলাদা স্বাদের অনুষ্ঠানটি করে বেশ আনন্দ পেয়েছেন তিনি ও তার ব্যান্ড। তারুণ্যের প্রিয় গায়িকা এলিটার সঙ্গে চমৎকার কিছু গানের ফিউশন করেছেন তারা। অনুষ্ঠানটি দর্শকদের ঈদ বিনোদনে বাড়তি মাত্রা যোগ করবে বলে তার বিশ্বাস।