সন্ধ্যা ৭টা ৪০ মি, ঈদের ৬ষ্ঠ দিন, মাছরাঙা টিভি

যন্ত্রসংগীতের অনুষ্ঠান: সুরের আড়ালে

অংশগ্রহণে: গাজী আব্দুল হাকিম, সুনীল দে, জাহিদ হোসেন ও পল্লব স্যান্নাল
উপস্থাপনা: নির্ঝর
প্রযোজনা: জাবেদ ইকবাল তপু


গানের অন্যতম অনুষঙ্গ বাদ্যযন্ত্র। নানারকম বাদ্যযন্ত্রের সমন্বয়ে তৈরি হয় সুর-সংগীত, যা একটি গান পরিপূর্ণ হওয়ার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর যারা যন্ত্রগুলো বাজান তাদের কথা অনস্বীকার্য। সাধারণত কন্ঠশিল্পীদেরই সবক্ষেত্রে প্রাধান্য পেতে দেখা যায়। কিন্তু যন্ত্রশিল্পীরা সবসময় আড়ালে থেকে যান। তাঁদের কথা জানা হয়না খুব একটা। তাই এবারের ঈদে মাছরাঙা টেলিভিশন যন্ত্রশিল্পীদের নিয়ে বিশেষ এই অনুষ্ঠান আয়োজন করেছে। কন্ঠশিল্পী নির্ঝরের উপস্থাপনায় এতে অংশগ্রহণ করবেন বংশীবাদক গাজী আব্দুল হাকিম, বেহালা বাদক সুনীল দে, কিবোর্ডিস্ট জাহিদ হোসেন এবং তবলা বাদক পল্লব স্যান্নাল। কোনো গান কিংবা সংগীতায়োজন নয়, এ অনুষ্ঠানে শুধুমাত্র নিজেদের কথা বলবেন তারা

৩০ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›