বিকাল ৩টা, ৩য় দিন, বৈশাখী টিভি
একক নাটক: ব্যাকআপ আর্টিষ্ট
রচনা: পলাশ মাহবুব
পরিচালনা: আবু হায়াত মাহমুদ
অভিনয়: মোশারফ করিম, সোনিয়া, শবনম ফারিয়া, রামিজ রাজু
অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কিন্তু এবার প্রথম কোনও নাটকে ব্যাকআপ আর্টিস্ট চরিত্রে অভিনয় করলেন তিনি। নাটকের নামও ‘ব্যাকআপ আর্টিস্ট’। ভিন্ন ধাঁচের গল্পে নির্মিত ব্যাকআপ আর্টিস্ট নাটকটি আসছে ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে।
পলাশ মাহবুবের রচনা এবং আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘ব্যাকআপ আর্টিস্ট’ নাটকে আরও অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, জুঁই করিম, মৌসুমি সরকার, পাভেলসহ আরও অনেকে।