২ অক্টোবর বিকাল ৩টা, শিল্পকলা একাডেমি, ঢাকা
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ক্রাইসিস’-এর প্রথম প্রদর্শনী
অতিপ্রাকৃত বিষয়ের উপর ভিত্তি করে নাসের তান্না’র নিরীক্ষাধর্মী স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ক্রাইসিস’। এই সিনেমায় দেখা যায়, একজন মধ্যবয়স্ক ব্যক্তির জীবনে নাগরিক সংকট তার মধ্যে প্রচণ্ড মানসিক চাপ তৈরী করে। অতঃপর এই সংকটাপন্ন পরিস্থিতিতে তার অবচেতন মন নিয়ে যেতে চায় পরাবাস্তবতার এক জগতে। এই ভাবের উপর ভিত্তি করে ছোট ক্যানভাসে নির্মাণ করা হয়েছে CRISIS (ক্রাইসিস) সিনেমা।
অভিনয় করেছেন নাবিল আহসান ও মুনমুন শারমিন শামস। পর্দায় কিছু সময়ের জন্য বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনকেও দেখা যাবে। চিত্রনাট্য, সিনেমটোগ্রাফি ও পরিচালনা করেছেন আবু নাসের (তান্না)। আলোক নিক্ষেপ ও শব্দ সংগ্রহ করেছেন নাহিদ পারভেজ খান। অভিনয়ের পাশাপাশি সম্পাদনাও করেছেন নাবিল আহসান। পরিচালনা সহযোগী হিসেবে কাজ করেছেন সুরাইয়া আখতার (শামা)। সকলেই পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউটের ফিল্মমেকিং ৬ষ্ট ব্যাচের শিক্ষার্থী।
প্রতিযোগিতামূলক উৎসব ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা’–র সেপ্টেম্বর মাসের আয়োজনের জন্য নির্বাচিত হয়েছে এই সিনেমা। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে আগামী ২ অক্টোবর, ২০১৫ ইং তারিখে। উল্লেখিত দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে সিনেমাটি প্রথমবারের মতো প্রদর্শিত হবে। বিস্তারিত সময়সুচী দ্রুত জানানো হবে।