৯ অক্টোবর সন্ধ্যা ৬টা ১৫ মি, ছায়ানট-সংস্কৃতি ভবন, ঢাকা

ভাষা-সংস্কৃতির আলাপের বিষয় হুমায়ুন আহমেদের ‘১৯৭১’

এবারের সঞ্চালক: মো: আযম, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়


ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট আয়োজিত পাঠচক্র ‘ভাষা-সংস্কৃতির আলাপ’। এই আয়োজনের এবারের পর্বে সঞ্চালক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মো: আযম। এবারের বৈঠকের বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস ‘১৯৭১’। এই আয়োজনে নিয়মিত বিদ্যার্থী ছাড়াও আগ্রহীরা ১০০ টাকা নিবন্ধন ফি দিয়ে অংশ নিতে পারবেন। ছায়ানটের নিয়ম অনুযায়ী এই আয়োজনের জন্য বিধিবদ্ধ পোশাক হলো—ছেলেদের জন্য পাঞ্জাবী এবং মেয়েদের জন্য সূতির শাড়ি।

ছায়ানট-এর কর্মধারায় ১৪১৯ বঙ্গাব্দে (২০১২ খ্রি:) যুক্ত হয়েছিল সাহিত্য এবং শিল্প তথা পূর্ণাঙ্গ সংস্কৃতি বিষয়ে চর্চা ও পরস্পর বিনিময়ের সুনির্দিষ্ট কর্মসূচি ‘পাঠচক্র’। সাহিত্য এবং শিল্প তথা পূর্ণাঙ্গ সংস্কৃতির পাঠের উদ্দেশ্যে ১৪২১ বঙ্গাব্দ (২০১৪ খ্রি:) থেকে শুরু করা হয়েছে নতুন কার্যক্রম ‘ভাষা-সংস্কৃতির আলাপ’। এতে ক্রমে ক্রমে উপমহাদেশ এবং বিশ্বের ক্ল্যাসিক সাহিত্য এবং পরবর্তী মহান সৃষ্টিসমূহ আলোচিত হচ্ছে। ১৪ দিন পর পর শুক্রবার সন্ধ্যায় এর বৈঠক বসে। প্রতি পক্ষের পাঠের বিষয় ক্লাসে এবং ভবনে বিজ্ঞাপিত হয়। প্রতি আষাঢ় মাস থেকে এক বছরের জন্য আবর্তিত এই কার্যক্রম।

সাতদিন/এমজেড

৯ অক্টোবর ২০১৫

কর্মশালা ও পাঠচক্র