jongi jahangir৫ খন্ডের ধারাবাহিকঃ জঙ্গী জাহাঙ্গীর ভালোবেসেছিল জুলেখাকে
ঈদের পরদিন থেকে ষষ্ঠদিন পর্যন্ত প্রতিদিন রাত ১০.৪০, এটিএন বাংলা


 

জাহাঙ্গীর একজন জঙ্গি সংগঠনের সিনিয়র সদস্য। বান্দরবানের পাহাড়ী এলাকায় কমান্ডার হিসেবে মাদ্রাসার ছাত্রদের জঙ্গী ট্রেনিয় দিলেও সে একটা নার্ভাস টাইপের ছেলে। এ জন্য তার লিডার মুফতি রুমী ক্ষুদ্ধ। কারণ জাহাঙ্গীর একটা ছেলেকেও পরিপূর্ণ জঙ্গী বানাতে পারেনি। রুমী গালমন্দ করে তার টিমের ভাতা বন্ধ করে দেয়। সাগরেদদের ভরণপোষদের দায়িত্ব নিয়ে বিপদে পড়ে সে। জাহাঙ্গীরের একজন সাগরেদ ফরিয়াদ বিষয়টি বুঝতে পারে। জাহাঙ্গীর তাকে নিয়ে কি করা যায় চিন্তা করে। ডিভোর্সি বিলকিস আমেরিকা থেকে ছেলে আরিয়ানকে নিয়ে দেশে আসে। তার মন ভালো করার জন্য ভাগ্নি লেখা তাকে বান্দরবান নিয়ে যায়। লেখা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করে। পুরো নাম জুলেখা, সংক্ষেপে লেখা নাম ব্যবহার করে। তারা বান্দরবান গিয়ে যে রিসোর্টে ওঠে তার পাশেই জাহাঙ্গীরের ট্রেনিং সেন্টার। ফরিয়াদের মাধ্যমে আমেরিকা প্রবাসী পরিবারের খবর পেয়ে জাহাঙ্গীর ধাপে ধাপে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। একদিন লেখা তাদের আস্তানায় আসলে মুফতী রুমী তাকে বন্দী করে। বিষয়টি মেনে নিতে পারেনা জাহাঙ্গীর। প্রতিবাদ করলে এক পর্যায়ে সেও মুফতীর কাছে বন্দী হয়। জাহাঙ্গীর নিজের ভুলের জন্য লেখাদের কাছে ক্ষমা চায়। সে রাতেই দলবলসহ সবাই ধড়া পড়ে। এরপর ঘটে নাটকীয় ঘটনা। লেখা জাহাঙ্গীরের জামিননামা নিয়ে আসে হাজতে। অফিসারকে সে বলে জাহাঙ্গীরের মতো অসংখ্য শিশুকে ছোটবেলায় ভুল শিক্ষা দেয়া হয়েছে বলেই আজ তার এই পরিনতি। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, অহনা, হীরা, শামীম জামান, আ খ ম হাসান, তুষার খান, ডি এ তায়েব, তোফা হাসান, ফারহানা মিঠু প্রমুখ।
সাতদিন/পিকে


নাটক

 >  Last ›