সকাল ১০টা ২০ মি, ১৮ মার্চ, বৈশাখী টেলিভিশন

আলাপের অতিথি চলচ্চিত্রকার মতিন রহমান

উপস্থাপনা: শান্তা
প্রযোজনা: পলাশ মাহবুব


বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম সফল পরিচালক মতিন রহমান আসছেন বৈশাখী টেলিভিশনের আড্ডা আলোচনার অনুষ্ঠান ‘বেলাশেষে’র অতিথি হয়ে। মতিন রহমান চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন পরিচালক আজিজুর রহমানের সহকারী হিসেবে। তিনি পরিচালক হিসেবে আত্ম প্রকাশ করেন ১৯৮২ সালে। চলচ্চিত্র ‘লাল কাজল’ পরিচালনার মধ্য দিয়ে তাঁর এ পথে হাঁটা শুরু হয়।


মতিন রহমান চলচ্চিত্র পরিচাললক হিসেবে বেশি পরিচিত হলেও ৭০ দশক থেকে অভিনয় করে আসছেন। ‘অতিথি’ শিরোনামের একটি চলচ্চিত্রে এক কাজীর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনেতা হিসেবে তাঁর অভিষেক হয়।

মতিন রহমানের জন্ম ১৯৫২ সালে, নওগাঁয়। সেখানেই তিনি পড়াশুনা করেন। গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর তিনি ঢাকায় চলে আসেন।

আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’-এ তিনি ব্যক্তি ও শিল্পী জীবনের নানা কথা তুলে ধরবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন পলাশ মাহবুব এবং উপস্থাপনায় আছেন শান্তা।

সাতদিন/এমজেড

১৮ মার্চ ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›